সাধারণ ফ্লাটে ভাড়া থাকছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
মিরপুরে মাত্র ১২ হাজার টাকায় দুই কক্ষের একটি সাধারণ ফ্লাটে ভাড়া থাকছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ায় পরিবারসহ বসবাসরত এই সাবেক অধিনায়কের সম্পর্কে অনেকের ধারণা ছিল, বোর্ডের দায়িত্বে আসার পর তিনি হয়তো রাজধানীর কোনো অভিজাত পাঁচতারা হোটেল কিংবা অ্যাপার্টমেন্টে থাকবেন।
কিন্তু সবাইকে চমকে দিয়ে বুলবুল বেছে নিয়েছেন একেবারেই সাধারণ জীবনযাপন। বোর্ডের সুযোগ-সুবিধা না নিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন রাজধানীতে তার এক নিকটাত্মীয়ের বাসার কাছাকাছি একটি সাধারণ ফ্ল্যাটেই থাকবেন। তার এই সিদ্ধান্ত ইতোমধ্যেই ক্রিকেট অঙ্গনে ও ভক্তদের মধ্যে প্রশংসিত হচ্ছে, যা তার সাদাসিধে জীবনযাপন ও ক্রিকেটের প্রতি দায়বদ্ধতারই পরিচায়ক।
আরও পড়ুন...https://eliy.site/RetvP
.jpeg)