ছাত্রদলের উদ্যোগে তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনের নিচে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এই কর্মসূচির উদ্বোধন করেন। জানা গেছে, কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এই দিনে দুই শতাধিক শিক্ষার্থী সেবা গ্রহণ করেছেন।
এরপর বুধবার স্কিন বিভাগ এবং বৃহস্পতিবার মেডিসিন বিভাগে সেবা প্রদান করা হবে। শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শিক্ষার্থীরা প্রতিদিন নানা রকম শারীরিক সমস্যায় ভুগলেও ক্যাম্পাসে কোনো জরুরি স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের সেই প্রয়োজনকে গুরুত্ব দিয়েই আমরা তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি।
স্বাস্থ্যসেবা কর্মসূচিতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি স্পেশালিস্ট ডা. সাব্বির শরীফ, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের গাইনি স্পেশালিস্ট ডা. উম্মে হানি প্রীথি ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি স্পেশালিস্ট ডা. ফাইরুজ ফানান্না শিক্ষার্থীদের সেবা প্রদান করেন। এ সময় অস্থায়ী চেম্বারের বাইরে দুটি ভ্রাম্যমাণ ফার্মেসিতে ওষুধ বিতরণ করা হয়।
সূত্র: Dhaka Post
