বুড়িচংয়ে নিজ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার


 

কুমিল্লার বুড়িচংয়ে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বুড়িচং উপজেলার রামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত দুইজন হলেন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মিহির হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) এবং তার বড় মেয়ে মিশু আক্তার (১৫)। বিষপানে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বুড়িচং উপজেলার রামপুর এলাকার আবুল খায়ের নামের এক ব্যক্তির ভাড়া বাসায় বসবাস করতেন মিহির হোসেন, তার স্ত্রী জাহেদা আক্তার এবং দুই মেয়ে। ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকায় তাদের গ্রামের বাড়ি। এলাকায় তাদের অনেক ঋণ রয়েছে। 

মৃত জাহেদার স্বামী মিহির হোসেন দিনমজুরের কাজ করে। তার স্ত্রী জাহেদা একটি গার্মেন্টসে চাকরি করতেন। মিশুকে ছাড়াও তাদের ৫ বছরের আরেকটি কন্যা সন্তান রয়েছে।মঙ্গলবার ভোরে ভাড়া করা ওই বাসায় মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওসি আজিজুল হক বলেন, দুজনের মৃত্যুই বিষপানে হয়েছে। রাতের কোন এক সময় তারা বিষপান করে থাকতে পারেন। ঘটনার পর গা ঢাকা দেন স্বামী মিহির হোসেন। তবে তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


See more:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url