"বাংলাদেশ–নেদারল্যান্ডস টি–টোয়েন্টি সিরিজ"



চূড়ান্ত হলো নেদারল্যান্ডসের বাংলাদেশ সফরের সূচি। ভারত এ মাসের বাংলাদেশ সফর স্থগিত করার পর নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ–নেদারল্যান্ডস তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের সূচিই আজ প্রকাশ করেছে বিসিবি।

৩০ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। ১ ও ৩ সেপ্টেম্বর হবে পরের দুটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তিনটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। ভারত সফর স্থগিত করার পর পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছিলেন এশিয়া কাপের আগে একটি সিরিজ হলে ভালো হয়। সিরিজ আয়োজনের চেষ্টা ছিল বিসিবিরও। তাঁদের ডাকে সাড়া দিয়ে তিন ম্যাচের সিরিজ খেলতে ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস। 

বাংলাদেশ–নেদারল্যান্ডস সিরিজ সূচি

তারিখম্যাচভেন্যুসময়
৩০ আগস্ট১ম টি–টোয়েন্টিসিলেটসন্ধ্যা ৬টা
১ সেপ্টেম্বর২য় টি-টোয়েন্টিসিলেটসন্ধ্যা ৬টা
৩ সেপ্টেম্বর৩য় টি-টোয়েন্টিসিলেটসন্ধ্যা ৬টা

এই সিরিজের আগে আগামী পরশু থেকে একটি প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। শুরুতে নাথান কেলির অধীনে হবে ফিটনেস ক্যাম্প। এরপর ১১ আগস্ট প্রধান কোচ ফিল সিমন্স বাংলাদেশে ফিরে আসার পর শুরু হবে স্কিল ক্যাম্প। লম্বা ওই ক্যাম্পে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড ও মনোবিদ ডেভিড স্কটকে আনছে বিসিবি। ক্যাম্পের পর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষ করে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাঁদের এশিয়া কাপ অভিযান। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url