রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ।

 


গ্রেপ্তাররা হলেন- মো. নাইমুর রহমান (২২), হারুন (২৪) ও আলামিন মোল্লা (২০)।


সোমবার (৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, সোমবার (৭ জুলাই) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে শ্যামপুর থানাধীন জুরাইন সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর ২৫-৩০ জন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সরকারবিরোধী মিছিল করছিল। রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিক সেখানে পৌঁছে যায়। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও তিনজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

শ্যামপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url