১৮ ক্যারেটের স্বর্ণের জার্সি গেইল-ব্রাভোদের



‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ টুর্নামেন্টে ১৮ ক্যারেটের স্বর্ণের জার্সি পরে খেলবেন ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভোরা। এই জার্সি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দামি জার্সি। জার্সিতে থাকছে ১৮ ক্যারেটের সোনা। ৩০ গ্রাম, ২০ গ্রাম এবং ১০ গ্রামের সোনা খোদাই করা আছে জার্সিগুলোর মধ্যে। কিংবদন্তিদের সম্মান জানাতেই এই উদ্যোগ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের। 
ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোর মতো তারকারা এই নতুন জার্সিতে খেলতে নামবেন, যা ডিজাইন করেছে দুবাই-ভিত্তিক বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লরেঞ্জ। ব্র্যান্ডটি এই বিশেষ জার্সি তৈরি করেছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলের মালিক চ্যানেল ২ গ্রুপ করপোরেশন। শুক্রবার থেকে ইংল্যান্ডে শুরু এই প্রতিযোগিতায় আজ এবি ডিলিভিয়ার্সের দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম ম্যাচ খেলবে গেইলের ওয়েস্ট ইন্ডিজ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url