টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এখন ঘরের মাঠে পাকিস্তানকে ধরাশায়ী করতে বদ্ধপরিকর লিটন দাসের দল। যদিও পাকিস্তানের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। টস হেরে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেছেন, টস জিতলে তিনিও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেন। টস হারলেও প্রস্তুতি এবং দল নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন তিনি।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান

পাকিস্তান একাদশ 

ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ


সূত্র: যুগান্তর

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url