ম্যানচেস্টারে ইংল্যান্ড-ভারতের লড়াই ছাপিয়েছে পান্তের চোট
এর আগে নয়বার ম্যানচেস্টারে টেস্ট খেললেও জয়ের রেকর্ড নেই ভারতের। বিপরীতে ২০ ম্যাচের কেবল দুটিতে হেরেছে স্বাগতিক ইংল্যান্ড। এমন সমীকরণ তো ছিল–ই, সঙ্গে রয়েছে সিরিজ নিশ্চিত কিংবা টিকে থাকার লড়াই। চতুর্থ টেস্টে নামার আগে ইংলিশরা চলমান সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে। ওল্ড ট্রাফোর্ডেও টসে হেরেছে ভারত, যা এই সিরিজে শতভাগ হার। তবে আগে ব্যাট করতে নেমে ইংলিশদের সঙ্গে সমান লড়াই করেছে সফরকারীরা।
গতকাল (বুধবার) প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৬৪ রান। ফলে ম্যাচটি এখন পর্যন্ত এককভাবে কারও নিয়ন্ত্রণে নেই। তবে দুই দলের সমান লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ঋষভ পান্তের ইনজুরি। রিভার্স সুইপ করতে গিয়ে ক্রিস ওকসের ইয়র্কার বল তার পায়ে আঘাত করেছে। পরে দেখা যায় ফুলে গেছে পান্তের পায়ের পাতা। ওই সময় ব্যথায় কাতরাতে থাকা ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার উঠে দাঁড়াতেও পারছিলেন না। পরে তাকে রিটায়ার্ড হার্ট দেখিয়ে ক্যাবি অ্যাম্বু্লেন্সে করে উঠিয়ে নেওয়া হয়। ৪৮ বলে ৩৭ রান করা পান্ত এই ম্যাচে আর মাঠে নামতে পারবেন কি না তা স্ক্যান রিপোর্ট হাতে আসলে জানা যাবে। আগের টেস্টে তিনি হাতে চোট পেয়েছিলেন, এবার নতুন করে আক্রান্ত হলো পা–ও। যদিও এর আগেই তিনি একটি রেকর্ড গড়লেন এদিন। ইংল্যান্ডের মাটিতে টেস্টে প্রথম কোনো সফরকারী উইকেটরক্ষক ব্যাটার হিসেবে পান্ত এক হাজার রানের মাইলফলক (১০০৪) পূর্ণ করেছেন। দুইয়ে থাকা সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রান ৭৭৮। ওল্ড ট্রাফোর্ডে এখন পর্যন্ত ভারতের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬১ রান করেছেন সাই সুদর্শন। যা দ্বিতীয় টেস্ট খেলতে নেমে তার প্রথম হাফসেঞ্চুরি। এ ছাড়া ২০২২ সালের পর তিন নম্বরে নামা ভারতের (বিদেশের মাটিতে) প্রথম কোনো ব্যাটারের পঞ্চাশোর্ধ রানের ইনিংস। তিন বছর আগে একই পজিশনে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ফিফটি করেন চেতেশ্বর পূজারা। ভারতকে এই ইনিংসে ওপেনিং জুটিতে ৯৪ রান এনে দেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। দুজনই ফিফটির পথে থাকলেও রাহুল চার রানের (৪৬) আক্ষেপ নিয়ে ফেরেন। আরেক ওপেনার জয়সওয়াল করেছেন ৫৮ রান। এদিনই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১০০০ রান হয়ে গেছে জয়সওয়ালের। এক্ষেত্রে তিনি ২০তম ভারতীয় ব্যাটার। তবে মাইলফলক পূর্ণ করার পথে দেশটির পক্ষে তিনি দ্বিতীয় দ্রুততম। এজন্য জয়সওয়ালের লেগেছে ১৬ ইনিংস, সমান ইনিংস খেলে হাজার রানে পৌঁছান সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনও। তাদের ওপরে আছেন দুজন– শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। দুজনই সমান ১৫ ইনিংসে ১০০০ রান করেন। এ ছাড়া রেকর্ড হয়েছে রাহুলের ব্যাটেও। বিদেশের মাটিতে তিনি মাত্র দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে এক হাজার রান করেছেন। অতীতে তিন দেশের বিপক্ষে তাদের মাটিতে এক হাজারের বেশি রান করেন কিংবদন্তি সুনীল গাভাস্কার।
এদিকে, দারুণ ফর্মে থাকা ভারতীয় অধিনায়ক শুভমান গিল মাত্র ১২ রানে আউট হয়েছেন। তিনি আউট হয়েছেন বেন স্টোকসের বাইরের বল ছাড়তে গিয়ে। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার বল ছাড়ার চেষ্টায় গিল আউট হলেন। তার অভিষেকের পর যা যৌথভাবে সর্বোচ্চ, একই সময়ে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন এভাবে ৪ বার আউট হয়েছেন। প্রথম দিন শেষে সমান ১৯ রান করে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর। এই ম্যাচ দিয়ে ইংলিশ স্পিনার লিয়াম ডসন ২০১৭ সাল এবং ১০২ টেস্ট পর ফরম্যাটটিতে জাতীয় দলের হয়ে খেলতে নামলেন। ভারতের প্রথম উইকেট (রাহুল) নিয়েই তার প্রত্যাবর্তনটা হলো। এ ছাড়া স্টোকস দুটি এবং ওকস একটি উইকেট শিকার করেছেন।
