গাইবান্ধায় পুকুরে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
গাইবান্ধায় পুকুরে গোসল করতে গিয়ে লাম বাবু (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সদর উপজেলার উত্তর হরিণসিংহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাম এসকেএস স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ছালাম মিয়া এসকেএস ফাউন্ডেশনে কর্মরত রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল থেকে ফিরে পাশের পুকুরে গোসল করতে যায় লাম। গোসলের একপর্যায়ে সে পুকুরে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ সময় ধরে আর উপরে ওঠেনি। পুকুরে থাকা অন্য শিশুরা বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
কিন্তু কোথাও না পেয়ে তারা দ্রুত অভিভাবকদের খবর দেয়। পরে স্থানীয়রা প্রায় ১৫ মিনিট ধরে খোঁজাখুঁজির পর পুকুরের পানির নিচ থেকে লামের নিথর দেহ উদ্ধার করে। স্থানীয়ভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। লাম-এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামচন্দ্রপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি নিষ্পাপ প্রাণ অকালে ঝরে গেল।”
