২০ সেকেন্ডে কর্মকর্তাকে খুন, সিসিটিভি ফুটেজে বেরিয়ে এলো ভয়ংকর দৃশ্য

ছবি: সংগৃহীত


গুড়ায় পেট্রলপাম্পের এক কর্মকর্তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় রাকিবুল ইসলাম ওরফে রতন (২৬) নামে এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের সময় তার কাছে নিহতের মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। 

আটক রাকিবুল ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল হত্যার দায় স্বীকার করেছেন। ওসি ইকবাল বাহার বলেন, শনিবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পেট্রলপাম্পের ব্যবস্থাপক সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনকে হত্যা করেন রাকিবুল। তেল চুরি নিয়ে মিথ্যা অভিযোগে মারধরের প্রতিশোধ নিতে তিনি এ হত্যাকাণ্ড ঘটান বলে পুলিশের কাছে দাবি করেন রাকিবুল। হত্যার পর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈরের মৌচাক এলাকায় গিয়ে আত্মগোপন করেন তিনি। এদিকে, হত্যার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ। তাতে দেখা যায়, ঘুমন্ত ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করতে সময় লেগেছে ২০ সেকেন্ডেরও কম। পরে মৃত্যু নিশ্চিত হলে রতন পালিয়ে যায়।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে এ হত্যাকাণ্ড ঘটে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ইকবাল হোসেনের লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি হাসান বাসির।


সূত্র: প্রতিদিনের বাংলাদেশ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url