সোনারগাঁয়ে গ্যাস লাইন লিকেজে দগ্ধদের ১ জনের মৃত্যু



নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার একটি বসতবাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে মানব চৌধুরী (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মানব চৌধুরীর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে তার পরিবারের বাকি সদস্যরাও চিকিৎসাধীন রয়েছেন। নিহত মানব চৌধুরী পেশায় একজন নিরাপত্তাকর্মী ছিলেন এবং একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তিনি সুনামগঞ্জ জেলার সুলতানপুর থানার বলরামপুর গ্রামের মৃত মহিতোষ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি পরিবারসহ কাঁচপুর এলাকায় বসবাস করতেন।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ভোরে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন ধরে গেলে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। তারা সবাইকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে মানব চৌধুরীর স্ত্রী বাচা চৌধুরী (দগ্ধ ৪৫ শতাংশ), তাদের তিন মেয়ে তিন্নি (২২ শতাংশ), মুন্নি (২৮ শতাংশ) ও মৌরি (৩৬ শতাংশ) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


Source: https://www.dhakapost.com/country/393157

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url